ওমর ফারুক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এলাকায় গতকাল শনিবার বিকালে আম পাড়াকে কেন্দ্র করে স্থানীয় লোকজন হামলা চালায় কারারক্ষীদের উপর। এ ঘটনায় চার জন কারারক্ষী আহত হয়েছেন। গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। এ মামলায় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন আজ বিকালে বলেন, ‘কারাগারে বেশ কিছু আমগাছ রয়েছে। সেই গাছের আম পাড়ার জন্য স্থানীয় কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢোকেন। এতে বাধা দিলে কারারক্ষীদের ওপর ইট ছুড়ে মারেন তারা। এতে কয়েকজন কারারক্ষী আহত হয়েছেন। পরে থানায় মামলা করা হয়েছে।’
কারা সূত্র জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-২ এর ব্যারাক এলাকায় বেশ কিছু আমগাছ রয়েছে। আমগাছগুলো কারাগারের স্থানে দেয়ালের ভেতরে। গাছগুলোতে বেশ আম ধরেছে। গত শনিবার কাশিমপুরের স্থানীয় কিছু লোক আম পাড়ার জন্য দেয়াল টপকে ভেতরে ঢোকেন। এ সময় কারারক্ষীরা তাদেরকে বাধা দেন। তারা জানিয়ে দেন, কারাগারের দেয়াল টপকে ভেতরে ঢোকা অন্যায়। এ ছাড়া অন্যের গাছের আম নেয়াটাও আরেকটা অপরাধ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষে জড়ায় স্থানীয় লোকজন। খবর পেয়ে এলাকার আরো কিছু লোক জড়ো হয়। তাদের ইটের আঘাতে চারজন কারারক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের প্রথমে কারা চিকিৎসকরা দেখেন। পরে তাদেরকে গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
কারা সূত্র জানায়, ঘটনাটি ঘটার পর মিমাংসা করার জন্য এগিয়ে আসেন স্থানীয় জন প্রতিনিধিরা। এলাকার লোকজন মামলা না দেয়ার জন্য বলেন। তবে কারাগার একটি স্পর্শকাতর জায়গা হওয়া ও সরকারি কর্মচারিদের ওপর হামলার ঘটনায় মামলা দেয়াটাই উপযুক্ত মনে করে কর্তৃপক্ষ। সূত্র: কালের কণ্ঠ