গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ। করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ায় সারা দেশে কঠোর বিধি-নিষেধের মধ্যে দিয়ে চলছে লকডাউন। এর অংশ হিসেবে গাজীপুরেও চলছে কঠোর লকডাউন।
এমতাবস্থায় কালিয়াকৈরে লকডাউনের এ কঠোর বিধি-নিষেধের প্রথম দিকে মানুষজন কিছুটা স্বাস্থ্যবিধি মানলেও বর্তমানে অনেকটা গা ছাড়াভাবে চলছে। মানছে না কোন নিয়মনীতি। অবাধে যত্রতত্র ইচ্ছেমত চলাচল করছে জনসাধারণ। যদিও প্রশাসনের তৎপরতার কমতি নেই।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে দেখা যায়, কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত এ উপজেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ১৪১ জনের, তার মধ্যে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৯ জন এবং ১ হাজার ৪৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩২ জন।