শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ০৫:৪৯:৫৮

শেখ হাসিনা বললে বিনা কারণে ফাঁসিতে ঝুলব: কান্নাজড়িত কণ্ঠে মেয়র জাহাঙ্গীর

শেখ হাসিনা বললে বিনা কারণে ফাঁসিতে ঝুলব: কান্নাজড়িত কণ্ঠে মেয়র জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব। আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই। আমি পদ-পদবি চাই না। আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই। ’ 

গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুক্রবার বহিষ্কার হওয়ার পর শনিবার সকালে বোর্ডবাজার হারিকেন এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জাহাঙ্গীর। 

মেয়র জাহাঙ্গীর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি কোনো পদ চাই না, আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে আমার অস্তিত্বের রক্তের সম্পর্কের ছে'দ ধ'রাতে একটি মহল ষ'ড়য'ন্ত্রের জা'ল বুনেছিল। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময় যুক্তি ত'র্কের অডিও কা'টছাঁ'ট করে আংশিক ফেসবুকে প্র'কাশ করে অ'পপ্রচার করা হয়েছে। আমি আবারও বলছি, আমি ষ'ড়য'ন্ত্রের শি'কার। আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে দিন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে