‘আমি আমার বস হব’ এ আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে চাকরির আশায় না থেকে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বুধবার দুপুরে কর অঞ্চল গাজীপুরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর পিটিআই শহীদ আহসানউল্যাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল গাজীপুরের কর-কমিশনার মো. খাইরুল ইসলাম।
বক্তব্য দেন গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু, সেরা করদাতা সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম মোল্লা, রওশন আক্তার প্রমুখ।
দেশের তরুণ সমাজকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, তোমরা আত্মকর্মী হও। ঘরে বসে হতাশ না হয়ে, মাদক জাতীয় দ্রব্যে আসক্ত না হয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করো। নিজে স্বাবলম্বী হয়ে দেশপ্রেম নিয়ে দেশের কল্যাণে নিবেদিত হও। দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠো।