রবিবার, ২৭ মার্চ, ২০২২, ০৯:৪৩:১৫

প্রেমিক-প্রেমিকার ঘটনাটি জানাজানি হতেই পাড়াতে সালিসি সভা

প্রেমিক-প্রেমিকার ঘটনাটি জানাজানি হতেই পাড়াতে সালিসি সভা

এমটি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক প্রেমিকা। রোববার (২৭ মার্চ) শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত প্রেমিক শ্রীপুর পৌর এলাকার দরগারচালা গ্রামের আব্দুল খালেকের ছেলে শুভ (২০)। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানা যায়, অভিযুক্ত শুভর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে ভুক্তভোগী কিশোরী (১৭)। এই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান শুভ। দীর্ঘদিন পর বিয়ের কথা বললে অভিযুক্ত ওই যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর স্থানীয়দের কাছে বিচার দাবি করলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরের দিন থেকেই এলাকার বাইরে চলে যায় শুভ। পরে গত মঙ্গলবার সকালে ঘরে রাখা মশা তাড়ানোর কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী কিশোরী। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবার।

ভুক্তভোগী কিশোরীর নানি বলেন, ওদের মধ্যে এক বছর ধরে সম্পর্ক ছিল। ঘটনাটি জানাজানি হতেই পাড়াতে সালিসি সভা হয়। সভাতে অভিযুক্ত যুবক বিয়ে করতে রাজিও হয়। তার বাবাও রাজি ছিল। এরপর যোগাযোগ বন্ধ করে দেয় সে। এ অপমানে নাতনি মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম বলেন, ভুক্তভোগী কিশোরীর পেটের ভেতর থেকে কয়েলের বিষাক্ত পদার্থ বের করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। এখন অবস্থা মোটামুটি ভালো।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তবে ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। এ কারণে আদালতের দ্বারস্থ হতে বলেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে