এমটি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে এক বৃদ্ধাকে মারধর ও নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। এর আগে সোমবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন একটি ভবনের ইট হাতুড়ি দিয়ে খুলছেন এক যুবক। এতে বাধা দিচ্ছেন এক বৃদ্ধা। বৃদ্ধাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন ওই যুবক। এ সময় বৃদ্ধার মাথা ফেটে যায়। এ ঘটনায় পেলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫), একই গ্রামের মজনু মিয়ার ছেলে আরমান (১৮) ও রুমানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী বৃদ্ধার স্বামী।
ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে আকলিমা বলেন, আমি আমার বাবার কাছ থেকে ৩৫ লাখ টাকা নিয়ে প্রায় ৪ বছর আগে এই জমিটি ক্রয় করি। সম্প্রতি আমি বাড়ির নির্মাণ কাজ শুরু করি। হঠাৎ করেই সোমবার (২৮ মার্চ) দুপুরে আমার চাচাতো ভাই মাসুদ রানার নেতৃত্বে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে।
তিনি আরও বলেন, আমার মা মনোয়ারা বেগম সামনে এগিয়ে গেলে মায়ের বুকে সজোরে লাথি মেরে ইটের ওপর ফেলে দেয় মাসুদ রানা। এতে মায়ের মাথা ফেটে যায়। মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আমার বাবা আব্দুল হাই বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার স্বামী থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।