সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ০৬:২৩:৪৮

ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে খুলে দেওয়া হলো গাজীপুরের দুই ফ্লাইওভার

ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে খুলে দেওয়া হলো গাজীপুরের দুই ফ্লাইওভার

এমটি নিউজ ডেস্ক : আসন্ন ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে গাজীপুরের নাওজোর ও সফিপুর ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এতে করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের চলাচলকারী লোকজনের এবার ভোগান্তি কমবে।

অন্যান্য বছরগুলোতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-বাইপাস সড়কের সংযোগস্থল নাওজোর মোড় ও কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বিশেষ করে ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হতো। ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় এবং যানজটের ভোগান্তির অবসান হওয়ায় যাত্রী চালক ও এলাকাবাসী সবাই খুশি।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরীফুল আলম জানান, দেশের উত্তর অঞ্চলের ২৩টি জেলার ঢাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা। প্রতি ঈদে এসব সড়ক পথে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। 

যানজটে পড়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সাসেক প্রকল্প-১ এর আওতায় ২০১৯ সালে ১২৬৯ মিটার দীর্ঘ সফিপুর ফ্লাইওভারটি ১০৫ কোটি টাকা এবং ৮১৫ মিটার দীর্ঘ  নাওজোড় ফ্লাইওভারটি ৫৮ টাকা ব্যয়ে নির্মিত হয়। ফ্লাইওভার খুলে দেওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের ঘরমুখো মানুষের যাতায়ত অনেকটা স্বস্তিদায়ক হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে