বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ০৪:০২:২৮

দেশের মানুষ ভালো থাকলে, ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়: ওবায়দুল কাদের

দেশের মানুষ ভালো থাকলে, ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়: ওবায়দুল কাদের

এমটি নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো থাকলে, ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতু মন্ত্রী বলেন, বিএনপি এখন পদ্মাসেতু দেখে গাত্রদাহ হচ্ছে। তাই আওয়ামী বিরোধীদের মন খারাপ। গাজীপুরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই-আমরা মহাকাশ জয় করেছি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। 

স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। 

এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক, প্রধান বক্তা ঢাকা বিভগের সাংগঠনিক সম্পাদক মো: মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সাইদ খোকন, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, শামসুন নাহার ভূইয়া এমপি গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল সহ কেন্দ্রীয় নেতারা। 

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক এমপি। এসময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়ানো হয়।

 শিল্প অধ্যুষিত এ জেলায় দীর্ঘ ১৯ বছর পর জাঁকজমকপূর্ণ সম্মেলন হচ্ছে। শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। কড়া নিরাপত্তা বলয় তৈরিসহ যানবাহন চলাচল নিয়ন্ত্রনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে