বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:১৪:২৬

গাজীপুরের কাশিমপুর কারাগারে জাতীয় কারা সপ্তাহ উদযাপন

 গাজীপুরের কাশিমপুর কারাগারে জাতীয় কারা সপ্তাহ উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের স্বার্থে অপরাধীদের সনাক্তকরন জরুরী।সেকারনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য প্রবাহের সাথে সংযুক্ত করে কারাগারে আগত বন্ধুদের ডাটাবেজ তৈরীর প্রয়োজনীয় কারযক্রম শুরু করা হয়েছে। ক্রিমিনাল ডাটাবেজ নামের এই ডাটাবেজ তৈরীর কাজ শেষ হলে অপরাধী সনাক্তরন সহজ হবে। ফলে অপরাধ সংঘটনও নিরুৎসাহীত হবে। তিনি আরো বলেন, জঙ্গী ও মাদক পাচার কাজে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সহযোগীতা করবেন না। ওদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করারর পরামর্শ দেন তিনি।

তিনি আজ সকালে জাতীয় কারা সপ্তাহ উপলক্ষে কাশিমপুর কারাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে সময় এসব কথা বলেন।জাতীয় কারা সপ্তাহের অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার-এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহ ২০১৬ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। প্রধান অতিথীর বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগারে পৌছলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শক। কারা সপ্তাহ উদ্বোধনের শুরুতেই কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে মন্ত্রী পায়রা উড়িয়ে কারা সপ্তাহ ২০১৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পরে কারা মেলা উদ্বোধন ও কারারক্ষীদের দরবারে ভাষণ দেন মন্ত্রী। এসময় মন্ত্রী সুনামগঞ্জ, নেত্রকোণা ও দিনাজপুরে তিনটি কারাগার উদ্বোধন করেন।   

কারা সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও উদ্বোধন করা হবে। এ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে