এমটি নিউজ২৪ ডেস্ক : ছোটবেলা থেকে পড়ালেখায় খুব আগ্রহ মো. বেলায়েত শেখের। উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু দারিদ্র্য তাঁকে থামিয়ে দেয়। তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ৫৫ বছর বয়সে।
তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত। দুপুর ২টায় ফল প্রকাশিত হয়। পরীক্ষায় তিনি সর্বমোট ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।
বেলায়েত এর আগে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসেন। অবশ্য পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি।বেলায়েত শেখ বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছি। তবে ভর্তি নিয়ে সংশয়ে আছি।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সেশন ফি অনেক বেশি, অনেক টাকা প্রয়োজন। আমার এত টাকা নেই। ভর্তি ফি থেকে শুরু করে সেশন ফি পর্যন্ত আমাকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছি। এখন তারা অনুমোদন দিলেই ভর্তি হয়ে যাব। ’
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত হাসেন আলীর ছেলে বেলায়েত শেখের (৫৫) জন্ম ১৯৬৮ সালে। মা-বাবার দ্বিতীয় সন্তান তিনি।