জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউটস প্রশিক্ষন কেন্দ্রে শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বাংলাদেশ স্ক্উাটসের ৮ম জাতীয় কাব ক্যাম্পুরী । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শনিবার সকালে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন। এ ছাড়াও ক্যাম্পুরীর উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
ক্যাম্পুরীতে দেশের সকল উপজেলা থেকে নয় হাজার কাব স্কাউট ও কর্মকর্তা অংশ গ্রহন করছেন। ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের জন্য সবচেয়ে বড় শিক্ষামুলক সমাবেশ ও মিলন মেলা। এতে অংশ গ্রহন করে কোমলমতি শিশুরা তাদের ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা অনুশীলনের সুযোগ পাবে। বাংলাদেশ স্কাউটস দেশের ৬ থেকে ২৫ বছর বয়সী ছেলে-মেয়েদেরকে পর্যায়ক্রমে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে সৎ ও আত্বনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস বিভিন্ন ধরনের প্রশিক্ষন ও প্রোগ্রাম নিয়মিতভাবে আয়োজন করছে। বর্তমানে দেশে স্কাউট সদস্য সংখ্যা প্রায় ১৫ লক্ষ।
বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান মান্নান স্বাক্ষরিত পত্রে জানা যায়, ক্যাম্পুরী চলাকালিন বিভিন্ন অনুষ্ঠানে প্রতিদিনই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য বৃন্দ, সংসদ সদস্য, পদস্থ কর্মকর্তা ও খ্যাতিমান ব্যক্তিবর্গ উস্থিত থাকবেন।
বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে আগামী ২২-২৭ জানুয়ারী ৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর অনুষ্ঠিত হবে।
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/প্রতিনিধি/এইচএস/কেএস