জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: ৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর তৃতীয় দিন রবিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণকারী কাব স্কাউটরা ক্যাম্পুরীর আকর্ষণীয় উল্লাসসমূহে মেতে উঠেছে। ক্যাম্পুরীতে অংশগ্রহণকারীদেরকে কদম, জবা, সূর্যমুখী, কৃষ্ণচূড়া এ চারটি ফুলের নামে ৪টি ভিলেজ এ বিভক্ত করা হয়েছে। কাব স্কাউটরা পর্যায়ক্রমে ক্যাম্পুরীর চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় উল্লাসে অংশগ্রহণ করছে।
“আমরা করব জয়” থিম নিয়ে গত শুক্রবার থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে ৮ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পুরীর আকর্ষণীয় উল্লাসগুলি হচ্ছে, আনন্দ সকাল, আমার তাঁবু, আমরা সবাই রাজা, গাঙ চিল, মুক্ত আকাশ, বন্ধু গড়ি, আমার তাঁবু, কিডস জোন, খেলব মোরা, রতœ দ্বীপে যাত্রা ও জানা অজানা ক্যাম্প ফায়ার। এসকল উল্লাসে অংশগ্রহণ করে একদিকে যেমন তাঁরা আনন্দ উপভোগ করেছে অন্যদিকে তাদের ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা অনুশীলনের সুযোগ পাচ্ছে।
আকর্ষণীয় ও বিচিত্র সাজে কদম ভিলেজের অংশগ্রহণকারীগণ আমরা সবাই রাজা উল্লাস এরিনায় তীরন্দাজ, ডট বোর্ড, বেলুন দিয়ে ডিসকাস থ্রো, কৌটায় বল ফেলা, ভারসাম্য রক্ষা, মৎস্য শিকার, বলতে পারি, ঠিকানা খোঁজা স্টেশনে অংশগ্রহণ তাদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেয়। জবা ভিলেজের অংশগ্রহণকারী দেশীয় খেলা উল্লাছুট, দাড়িয়াবান্ধা, কাবাডি, ফুলটোকা, বৌছি, রিং চালানো, সাতচারা সহ ক্রিকেট, ফুটবল ও খো খো খেলায় মেতে উঠে। সূর্যমুখী ভিলেজের অংশগ্রহণকারীরা অজানাকে জানার উদ্দেশ্যে যাত্রা করে এবং যাত্রা পথে বিভিন্ন বাধা অতিক্রম নির্দিষ্ট গন্তব্যে পৌছায়। কৃষ্ণচূড়া ভিলেজের অংশগ্রহণকারীগণ যাত্রা গাঙ্গচিল নন্দন ভ্রমণে।
বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ ক্যাম্পুরীর কদম ভিলেজের আমরা সবাই রাজা উল্লাস উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক বেগম শামছুন নাহার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ রফিকুল ইসলাম খান। বিকেলে মনযূর উল করিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শাপলা কাব রিইউনিয়ন। রিইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন প্রধান জাতীয় কমিশনার মুহঃ ফজলুর রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (উন্নয়ন) মেসবাহ উদ্দিন ভূইয়া। একই সঙ্গে বিকেলে কদম ভিলেজের অংশগ্রহণকারীগণ মুক্ত আকাশ গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ, জবা ভিলেজের অংশগ্রহণকারী বন্ধুগড়ি, সূর্যমুখী ভিলেজের অংশগ্রহণকারীগণ কিডস জোন এর উন্মুক্ত মঞ্চে গান, নাচ, কবিতা আবৃতি, অভিনয় প্রদর্শনসহ ম্যাসেঞ্জার অব পিস এর জন্য শান্তির বার্তা লিখে প্রদর্শন করে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন। ক্যাম্পুরীর আবর্ষণীয় এ সকল কার্যক্রম কচিকোমল শিশু কিশোরগণ আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণ পর্যন্ত চলবে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস