সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৫:৩৯

মৌচাক স্কাউট অঙ্গন ৪র্থ দিনেও ক্ষুদে স্কাউটদের কলকাকলিতে মুখরিত

 মৌচাক স্কাউট অঙ্গন ৪র্থ দিনেও ক্ষুদে স্কাউটদের কলকাকলিতে মুখরিত

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: “আমরা করবো জয়” থিম নিয়ে আয়োজিত ক্যাম্পুরীর আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেছে ৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর অংশগ্রহণকারী ক্ষুদে স্কাউটরা। ক্যাম্পুরীর চতুর্থ দিনও নানা কর্মকান্ডের মাধ্যমে অতিবাহিত করে ক্ষুদেরা। আনন্দ সকালে শরীর চর্চা শেষে অংশগ্রহণ করে ‘আমার তাঁবু’ কার্যক্রমে। এরপর ভিলেজভিত্তিক উল্লাসে অংশগ্রহণ। ক্ষুদে স্কাউটদের কলকাকলিতে মুখরিত রয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ অঙ্গন।

আকর্ষণীয় ও বিচিত্র সাজ নিয়ে আমরা সবাই রাজা উল্লাস এরিনায় সমবেত হয় জবা ভিলেজ। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস ও ব্যবস্থাপনা পরিচালক উপদেষ্টা মোঃ আব্দুল করিম, পিকেএসএফ এ উল্লাস উদ্বোধন করেন।

উল্লাস পরিচালক ও অংশগ্রহণকারীরা বর্ণিল সাজ গ্রহণ করে অভিনব কায়দায় অতিথিদের বরণ করে। ঘোড়ার গাড়িতে চড়ে আসেন অতিথিরা। এ উল্লাসে কাব স্কাউটরা তীরন্দাজ, ডট বোর্ড, বেলুন দিয়ে ডিসকাস থ্রো, কৌটায় বল ফেলা, ভারসাম্য রক্ষা,মৎস্য শিকার, বলতে পারি, ঠিকানা খোঁজা স্টেশনে অংশগ্রহণ তাদের দক্ষতা ও যোগ্যতা প্রমান করে।
সূর্যমুখী ভিলেজের কাব স্কাউটরা দেশীয় খেলাসমূহের সাথে পরিচিত হয়ে অংশগ্রহণ করে গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, কাবাডি, ফুলটোকা,বৌছি। জয়ের আনন্দে মেতে উঠে সকলেই। পাশাপাশি ছিলো  রিং চালানো, সাতচারাসহ ক্রিকেট, ফুটবল ও খো খো খেলা।
পথের মধ্যে প্রতিবন্ধকতা দূর করে বিভিন্ন  চিহ্ন অনুসরণ  করে  রত্মদ্বীপে উপস্থিত  হয় কৃষ্ণচূড়া ভিলেজের কাব স্কাউটরা।
গাঙ্গচিল(ভ্রমণ)উল্লাসে দিনভর নন্দন পার্ক  ভ্রমণ ও রাইডে আরোহণ করে আনন্দে মেতে কদম ভিলেজের অংশগ্রহণকারীরা।
দিনের অপরাহ্নে  জবা ভিলেজের কাব স্কাউটরা অংশগ্রহণ করে  মুক্ত আকাশ- গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ পরিদর্শন করে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে।

সূর্যমুখী ভিলেজের স্কাউটরা  বন্ধুগড়ি এ  অংশগ্রহণ ও নতুন নতুন বন্ধু পেয়ে উচ্ছ্বসিত হয়। বন্ধুগড়ি উল্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাদরুজ্জামান বীর প্রতীক।
কৃষ্ণচূড়া ভিলেজের কাবরা যায়  কিডস জোন এ। কিডস জোন এর উন্মুক্ত মঞ্চে গান, নাচ, কবিতা আবৃতি, অভিনয় প্রদর্শনসহ ম্যাসেঞ্জার অব পিস এর জন্য শান্তির বার্তা লিখে প্রদর্শন করে।  সন্ধ্যায় সারা দিনের কর্ম ক্লান্তি দূর করার জন্য সকলে অংশগ্রহণ করে ক্যাম্প ফায়ারে। ক্যাম্পুরীর আকর্ষণীয় এ সকল কার্যক্রম অংশগ্রহণকারী শিশু কিশোরগণ পর্যায়ক্রমে অংশগ্রহণ করছে। ২৭ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নির্বাচিত কাবদের পরিবেশনায় মহাতাঁবু জলসা।

কাব স্কাউটিংয়ের শত বছরের উষালগ্নে বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ২২- ২৭ জানুয়ারি ২০১৬ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরী। দেশের সকল উপজেলা থেকে  আগত ৮ হাজার জন কাব স্কাউট ও কাব লিডারদের কলকাকলিতে মুখরিত মৌচাকের স্কাউট অঙ্গন। ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের সবচেয়ে বড় শিক্ষামূলক সমাবেশ ও মিলনমেলা। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় জাতীয় কাব ক্যাম্পুরী।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে