বুধবার, ১৭ মে, ২০২৩, ০২:০৯:৩৭

বিএনপির ২৯ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

বিএনপির ২৯ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশ নেওয়া ২৯ জনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন -সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া (২৮ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু (২৬ নং ওয়ার্ড), বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন মুসা চৌধুরী (১৭ নং ওয়ার্ড), টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ  (৩৭ নং ওয়ার্ড)।

গাজীপুর মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়সাল সরকার (১৭ নং ওয়ার্ড), বাইল মেট্রো থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি (৪০ নং ওয়ার্ড), পূবাইল মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন চেয়ারম্যান (৪২ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সভাপতি মজিবর সরকার (২৫ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সদস্য মাহবুবুর রশিদ খান শিপু (২৪ নং ওয়ার্ড)। 

সদর মেট্রো থানা বিএনপির সদস্য সবদের আহাম্মদ (২২ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সদস্য খায়রুল আলম (২৯ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সদস্য জি এস মনির (২৯ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সদস্য শহীদ (২১ নং ওয়ার্ড),

সদর মেট্রো থানা বিএনপির সদস্য মো. তানভির আহমেদ (১৯ নং ওয়ার্ড),  সদর মেট্রো থানা বিএনপির সদস্য শাহিন আলম (১৯ নং ওয়ার্ড), সদর মেট্রো থানা বিএনপির সদস্য আনোয়ার সরকার (৩০ নং ওয়ার্ড)। সদর মেট্রো থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রাতা,(১৬ নং ওয়ার্ড), গাজীপুর মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম (৫৫ নং ওয়ার্ড), টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সেলিম হোসেন (৫৫ নং ওয়ার্ড),

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য মো. ফারুক হোসেন খান (৩৫ নং ওয়ার্ড)। গাজীপুর মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার নুরুন্নাহার (২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড), গাজীপুর মহানগর মহিলা দলের সহ-সভাপতি কেয়া শারমিন (৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড), গাজীপুর মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম (৪৬,৪৭ ও ৪৮ নং ওয়ার্ড), টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাসিনা মমতাজ (৪৬,৪৭ ও ৪৮ নং ওয়ার্ড)। ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম (১১ নং ওয়ার্ড),

৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার (৩৭ নং ওয়ার্ড), গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান (৩৪ নং ওয়ার্ড)। ৪৯ নং ওয়ার্ড বিএনপির  যুব বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন (৪৯ নং ওয়ার্ড) এবং  টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান (৫১ নং ওয়ার্ড)।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে