বিনোদন ডেস্ক : টান টান উত্তেজনা বিরাজ করছে আসন্ন গাজীপুর সিটি নির্বাচন নিয়ে। এই নির্বাচনে ভোট চাইতে মাঠে নামলেন ঢাকাই ছবির একঝাঁক তারকা।
রবিবার (২১ মে) আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগে নেমে নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালাতে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি ও অভিনেত্রী সোহানা সাবা , উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিনসহ অনেকেই।
এদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. আজমত উল্লা খান রবিবার (২১ মে) বেলা পৌনে ১১টার মহানগরের রাজবাড়ী সড়কের প্রকৌশলী ভবনে তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। তিনি আশা করেন, তিনি নির্বাচিত হতে পারলে তার জীবনের নানা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীদের দেওয়া তার ওয়াদা পুরোপুরি পালন করতে সক্ষম হবেন।
তার ইশতেহারে উল্লেখ আছে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করে সেবার মানকে সুনিশ্চিত করতে এক বছর, দুই বছর ও পাঁচ বছর মেয়াদবিশিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন তিনি।
তার প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সিটি মাস্টারপ্ল্যান এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে গাজীপুর সিটি করপোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ সুষম নগরী হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন এই ইশতেহারে।