শুক্রবার, ২৬ মে, ২০২৩, ০৬:৩৭:৫১

ছেলের জন্য ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন জায়েদা খাতুন

ছেলের জন্য ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন জায়েদা খাতুন

গাজীপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। তার সাক্ষাতের জন্য সময় চাওয়ার কথা জানিয়েছেন জায়েদা খাতুনের ছেলে ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগামীকাল শনিবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কাছে দেখা করার সময় চাইবেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। প্রচারণার সময়ই তিনি বলেছিলেন, নির্বাচিত হলে ছেলের জন্য ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তিনি।

জাহাঙ্গীর বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ দেখেছে জনগণের শক্তি। প্রধানমন্ত্রীর সহায়তায় আমার মা এই শহরের উন্নয়ন কাজ করবে। এদিকে, নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাহ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বলেন, কেউ সহযোগিতা চাইলে তাকে বিবেচনা করা হবে।

প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রায় নিয়ে প্রশ্ন নেই কারো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল নির্ধারণ হয় গাজীপুরের মেয়র।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহর সাথে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ান গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬ হাজার ভোটে পেছনে ফেলে নৌকা মার্কার প্রার্থীকে। 

শুক্রবার (২৬ মে) সকাল থেকে বিজয় মিছিল নিয়ে কর্মী সমর্থকরা ভীড় করেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের বাসার নিচে। বিলি করা হয় মিষ্টি। নতুন মেয়রের কাছে তাদের প্রত্যাশার কথা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে