রবিবার, ১১ জুন, ২০২৩, ১১:৩৭:১৫

গাজীপুরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

গাজীপুরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

এমটিনিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

রোববার (১১ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, উপজেলার জৈনা বাজার-শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে মো. শাকিল নামের এক ব্যক্তি শেড তৈরি করে পরিত্যক্ত তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রেখেছিল। আজ রাত সাড়ে ৯টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে