গাজীপুর : একদিন পরই এসএসসি ও সমমানের পরীক্ষা। এখনো টঙ্গীর মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের ১৪৩ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র সরবরাহ করেনি কর্তৃপক্ষ। ওরা পরীক্ষা দেবে কীভাবে? ওদের ভবিষ্যৎ কি হবে?
এমকি তাদের রেজিস্ট্রেশন কার্ডও নাকি দেয়া হয়নি। এর প্রতিবাদে বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে পরিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, এসএসসি পরীক্ষায় অংশ নিতে মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের ১৪৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য কর্তৃপক্ষের কাছে টাকা জমা দেয়। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করার কথা থাকলেও নানা টালবাহানা করতে থাকে কর্তৃপক্ষ।
তারা জানায়, এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে। একপর্যায়ে কতিপয় বিক্ষুব্ধ শিক্ষার্থী বিদ্যালয়ের চেয়ার, টেবিল, দরজা ও বেঞ্চ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম