এমটিনিউজ ডেস্ক: তরিকুল ইসলাম তারেক ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (মৃত) ও তারা বানুর ছেলে। সে উপজেলার আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
তবে সে মূলত স্থানীয় এম রহমান আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়টির পাঠদানের অনুমতি না থাকায় সে আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এম রহমান আইডিয়ালে পুরনো দশম শ্রেণিতে পড়ার সময় তরিকুল নবম ও নতুন দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে কখনো কখনো ক্লাসও নিত। পিইসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল তরিকুল।
তিন ভাই-বোন ও মাকে নিয়ে তরিকুলদের সংসার। ভিটাবাড়ি ছাড়া ফসলি তেমন জমি নেই তাদের। তার মা তারা বানু অন্যের বাড়িতে কাজ করেন। দিনমজুর বাবার মৃত্যুর পর মায়ের উপার্জন, বিধবা ভাতা এবং এক বোনের প্রতিবন্ধী ভাতায় কোনোমতে চলে তাদের সংসার। চাচারাও তাদের মাঝেমধ্যে সহায়তা করেন।
তরিকুল জানায়, সে ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরে সে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। মা তারা বানু জানান, প্রথম শ্রেণি থেকেই এম রহমান আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগমের সহায়তায় তাঁর ছেলে লেখাপড়া করেছে। কোনো বেতন তিনি নেননি।