বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৭:৪১

ট্রাফিক পুলিশের পোশাক পরে ৪০ লাখ টাকা ছিনতাই

ট্রাফিক পুলিশের পোশাক পরে ৪০ লাখ টাকা ছিনতাই

গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় দিনে দুপুরে ফিল্মি কায়দায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে।  বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ বেশে একটি মোটরসাইকেল তাদের গাড়ির গতিরোধ করে।  সাথে সাথে আরো ৩টি মোটরসাইকেল তাদের ঘিরে ধরে।  ছিনতাইকারীরা গুলি করে এবং গাড়িতে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

কারখানার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার ওয়ার্ল্ড ফ্যাশন সোয়েটার কারখানার কর্মকর্তারা আইএফআইসি ব্যাংকের উত্তরা শাখা থেকে শ্রমিকদের বেতনের টাকা তুলে একটি মাইক্রোবাস করে কারখানায় ফিরছিলেন।

মাইক্রোবাসটিতে কারখানার ৫ কর্মকর্তা ছিলেন।  তারা বেলা দেড়টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় পৌঁছলে ট্রাফিক পুলিশ বেশে একটি মোটরসাইকেল তাদের গাড়ির গতিরোধ করে।  এসময় আরো ৩টি মোটরসাইকেল তাদের ঘিরে ধরে।  ছিনতাইকারীরা গুলি করে এবং গাড়িতে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।  

ছিনতাইকারীদের হামলায় গাড়ির কাচের আঘাতে চালক শহীদুল হক, কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা পারভেজ ও আজাদ আহত হন।  তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে এ ঘটনার সংবাদ জেলা ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে মহাসড়কে দায়িত্বরত সব কর্মকর্তাকে জানানো হলে তারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলগুলো ধরতে তৎপর হয়ে ওঠে।  থানা পুলিশও এলাকায় টহল জোরদার করে।

এ ব্যাপারে টঙ্গী থানার ডিউটি অফিসার পিএসআই নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াল্ড ফ্যাশন কারখানার কর্মকর্তা মনির হোসেন থানায় মামলা করেছেন।
৪ ফ্রেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে