মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫:৩৩

অদ্ভুত এক বাছুরের জন্ম হলো কাপাসিয়ায়, যা জানলে অবাক হবেন

অদ্ভুত এক বাছুরের জন্ম হলো কাপাসিয়ায়, যা জানলে অবাক হবেন

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে লেজ-পায়ুপথবিহীন এক চোখের গরুর বাছুরের জন্ম হয়েছে।

ঘটনাটি জানাজানির পর থেকে বাছুরটি এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে বাছুরের মালিক মোহাম্মদ আলীর (৬৩) বাড়িতে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কামারগাঁও গ্রামের মোহাম্মদ আলীর (আশু) বাড়িতে গিয়ে দেখা গেছে, লেজ-পায়ুপথবিহীন এক চোখা ব্যতিক্রম আকৃতির গরুর বাছুরটি বাড়ির আঙিনার মাটিতে শুয়ে আছে। বাছুরটির চার পায়ের মধ্যে পিছনের বাম পায়ে ত্রুটি রয়েছে ও দুই কানসহ অন্যান্য শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও নেই লেজ-পায়ুপথ ও এক চোখ। বাড়িতে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

তবে বাছুরের মালিক মোহাম্মদ আলী (আশু) মা গরু থেকে দুধ সংগ্রহ করে বোতলে ভরে বাছুরকে খাওয়াতে দেখা গেছে।

বাছুরের মালিক মোহাম্মদ আলীর (আশু) বলেন, গরুটি সোমবার (১১ ডিসেম্বর) সকালে প্রসব ব্যথা উঠার কিছুক্ষণ পরেই স্বাভাবিক নিয়মে একটি বাছুর জন্ম দেয়। হালকা বাদামি রংয়ের জন্ম নেওয়া বাছুরটির শারীরিক আকার আকৃতি স্বাভাবিক থাকলেও বাছুরটির লেজ-পায়ুপথ নেই, তাছাড়া দু’চোখের মধ্যে রয়েছে একটি মাত্র চোখ।

এ বিষয়ে মনোহরদী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম মিয়া বলেন, এটি একটি ব্যতিক্রম ঘটনা। মানুষের ক্ষেত্রেও যেমন প্রতিবন্ধী শিশু জন্ম নিয়ে থাকে, তেমনি গাভীর বাছুরটির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, সার্জারির মাধ্যমে পায়ুপথ তৈরি করে দেয়া হয়েছে। বাছুরটি এখনও বেঁচে আছে, তবে বাঁচা- মরা উপর ওয়ালার হাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে