শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০৬:৪৭

এবার ইমাম-খতিবদের ৩৬ হাজার টাকা সম্মানী ভাতা ঘোষণা করলেন জাহাঙ্গীর

এবার ইমাম-খতিবদের ৩৬ হাজার টাকা সম্মানী ভাতা ঘোষণা করলেন জাহাঙ্গীর

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রায় ২৬ হাজার ইমাম-খতিবদের প্রত্যেককে সম্মানী ভাতা হিসেবে বার্ষিক ৩৬ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 

আজ শনিবার বেলা ১১ টার দিকে মহানগরের গাছা থানার ৩৪নং ওয়ার্ডের হাজীর পুকুর বালুর মাঠে মহানগর ইমাম-খতিব ও ওলামা- মাশায়েখ আয়োজিত এক সমাবেশে জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার সময়ে ইমাম-খতিবদের মাসিক এক হাজার করে বছরে ১২ হাজার টাকা সম্মানি ভাতা চালু করা হয়েছিল। এবার আমার মা জায়েদা খাতুন ওই ভাতা তিন গুণ বাড়িয়ে ৩৬ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন।

যা বিজয়ের মাস ডিসেম্বর থেকে চালু হয়ে হচ্ছে। জানুয়ারি মাস থেকে প্রত্যেকে ইমাম-খতিবের ব্যাংক হিসাবে টাকা চলে যাবে। 

ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণের সমালোচনা করে তিনি বলেন, আমার সময়ে মসজিদ মাদরাসায় দেওয়া অনুদান উনি বন্ধ করে দিয়েছিলেন। ৯০ ভাগ মুসলমানের দেশে অন্তত এমন সিদ্ধান্ত সিটির জনগণ মেনে নেয়নি। তারই নীরব প্রতিবাদ গত সিটি নির্বাচনে আমার মাকে নির্বাচিত করে সময়োচিত জবাব দিয়েছেন ভোটাররা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম ইমাম-খতিবদের সাবেক সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, আবু বাকার সিদ্দিকি, অলি উল্লাহ মমতাজি, মনির হোসেন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে