বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৮:০২

৩ দিন আগে কেনা নতুন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মালিকের মৃত্যু

৩ দিন আগে কেনা নতুন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মালিকের মৃত্যু

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাফিজ মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক রুবেল মিয়া (৩০) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামে বদনীভাঙা-শৈলাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাফিজ মণ্ডল ওই ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মাওলার ছেলে। আহত প্রাইভেট কারের চালক রুবেল মিয়া একই গ্রামের খোকা মিয়ার ছেলে।

মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য (৯ নম্বর ওয়ার্ড) আব্দুস ছাত্তার জানান, মাফিজ মণ্ডলের আগেও একটি প্রাইভেট কার ছিল। সেটি বিক্রি করে তিন দিন আগে নতুন গাড়ি কিনেছিলেন।

নতুন গাড়ির কাগজপত্র নিয়ে নিবন্ধন করতে আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে বদনীভাঙা-শৈলাট সড়কে বদনীভাঙা পুরাতন বাজার এলাকায় পৌঁছনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন উল্টে থাকা গাড়ির কাচ ভেঙে মাফিজ মণ্ডলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর অবস্থায় গাড়ির চালক রুবেলকে উদ্ধারের পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মোল্লা বলেন, ‘দুর্ঘটনায় গাড়ির ভেতর থাকা মাফিজ মণ্ডলের মৃত্যু হয়েছে। গাড়িটির চালকও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে