এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সাজেদুল কবির বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় আগুন লাগে।
সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিস খবর পায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।