মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০৩:৫০

স্কুলছাত্রী মারিয়া খুনে ২ জনের ফাঁসি

 স্কুলছাত্রী মারিয়া খুনে ২ জনের ফাঁসি

মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় স্কুলছাত্রী মারিয়া হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।  একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন ফরিদপুরের ডাঙ্গী গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. সুমন শেখ ও সিরাজগঞ্জের ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে আবদুল আলীম।  ওই স্কুলছাত্রী হত্যা ও মরদেহের তথ্য গোপন রাখার দায়ে আবদুল আলীমের স্ত্রী শেফালী বেগমকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার মো. আক্তারুজ্জামানের স্কুল পড়ুয়া মেয়ে মারিয়াকে তাদের বাড়ির কেয়ারটেকার মো. সুমন ও দারোয়ান আবদুল আলীম ২০১৪ সালের ১৪ জুলাইয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।  এরপর তারা মরদেহ গুম করে রাখে তারা।  অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।  তাদের দুজনকে জিজ্ঞাসা করা হলে হত্যার বিষয়টি স্বীকার করেন তারা।

হত্যার পরদিন ফারিয়ার বাবা আক্তারুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।  এরপর ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।  দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক এ রায় দেন।

রায় ঘোষণার সময় বাদীসহ দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।  অপর আসামি পলাতক রয়েছেন।  নিহত মারিয়া স্থানীয় শাহিন ক্যাডেট স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল।

আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন।  
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে