শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:০৩:৪১

কালিয়াকৈরে দেইয়্যু বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ

 কালিয়াকৈরে দেইয়্যু বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ

জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় দেইয়্যু বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেয়া দিয়েছে। শনিবার সকাল ৮ থেকে কারখানার দেড় সহ¯্রাধিক শ্রমিক কর্ম বিরতী ঘোষনা করে কারখানার ভিতরে অবস্থান করেছে।
শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ কোন রকম নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়ার পায়তারা করছেন। রাতের আধারে কারখানার পিছন দিক দিয়ে ভাউন্ডারী ওয়াল ভেঙ্গে  কারখানা থেকে মেশিনপত্র অন্যত্র সড়িয়ে নিচ্ছে। হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেলে দেড় হাজার শ্রমিককে না খেয়ে থাকতে হবে।
তবে,কারখানায় গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। এঘটনায় কারখানা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে।   
গাজীপুর শিল্প পুলিশ-২ এর উপ-পরিদর্শক(এস আই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ কর্তৃপক্ষ মেশিনপত্র অন্যত্র সড়িয়ে নেয়া শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকরা শান্তিপুর্ণ ভাবে কারখানার মধ্যে অবস্থান করছে। কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে, কর্তৃপক্ষের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে