মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩০:০৭

গাজীপুরে মুক্তিপণ না পেয়ে ৪ বছরের শিশুকে হত্যা

গাজীপুরে মুক্তিপণ না পেয়ে ৪ বছরের শিশুকে হত্যা

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের ২ দিনপর ৪ বছরের এক শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। সোমবার সন্ধ্যার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর নাম সোলায়মান (৪)। সে জামালপুরের ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকার মোকারম হোসেনের একমাত্র ছেলে। সোমবার রাতে নিহতের স্বজনরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে এসে শিশুটির লাশ সনাক্ত করেন।

নিহতের পিতা মোকাররম, পুলিশ ও এলাকাবাসি জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় আউটপাড়া এলাকার আঃ মোতালেবের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে মোকারম হোসেন ভাঙ্গারী মালামালের ব্যবসা করে। সে ওই এলাকায় প্রায় ৮ বছর ধরে বসবাস করছে। শনিবার বিকেল ৫টার দিকে তার ছেলে সোলায়মান দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর সে বাসায় আর ফিরে আসেনি। ওই রাতেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোকারম হোসেনের মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি রবিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরী করেন।

এ দিকে স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশর্^বর্তী কালভার্টের কাছে জঙ্গলে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাতে নিহতের স্বজনরা মর্গে এসে সোলায়মানের লাশ সনাক্ত করেন। পুলিশের ধারণা দূর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ওই স্থানে ফেলে রাখে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে