জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে র্যাব-১ সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে কামাল হোসেন জুয়েল (৩০)নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে টঙ্গীর নদী বন্দর এলাকায় এ বন্দুক যুদ্ধ হয়। সে তার স্ত্রী শিউলী আক্তারের দু’চোখ ধারালো ছুড়ি দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে। এব্যাপারে একটি মামলা ছাড়াও তার বিরুদ্ধে টঙ্গী থানায় ২টি হত্যা মামলা,২টি অস্ত্র মামলা ও একটি মাদক দ্রব্যের মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে।এসব মামলার আসামী জুয়েল দীর্ঘদিন আতœগোপনে ছিল।
টঙ্গী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক(এএসআই) দীলিপ কুমার জানান, রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র্যাব-১ সদস্যদের সাথে বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়।লাশ টঙ্গী থানায় আনা হয়েছে।
জুয়েল তার স্ত্রী শিউলী আক্তারের দু’চোখ ধারালো ছুড়ি দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে। এ মামলার পলাতক আসামী জুয়েল গতরাতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয় বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা। নিহত জুয়েল টঙ্গীর পাগাড় মধ্যপাড়া এলাকার হাজী হায়াত আলীর ছেলে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস