মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৬:২৮

গাজীপুরে ডিবি পুলিশের তিন সদস্য প্রত্যাহার

 গাজীপুরে ডিবি পুলিশের তিন সদস্য প্রত্যাহার

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসাধীন এক আসামী পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সহকারী উপপরিদর্শক(এএসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এএসআই’র নাম মোশফিকুর রহমান। তবে কনস্টেবলদের পরিচয় জানা যায়নি। ডিবি পুলিশ নলজানি এলাকার ইসমাইল খানের পুত্রি রিফাত (২২)কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে গতরাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায়।এঘটনায় ডিবি পুলিশ ক্ষিপ্ত হয়ে কয়েকজন নার্সের উপর চড়াও হয়।এঘটনায় আজ মঙ্গলবার সকালে তাদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা(ডিবি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমির হোসেন জানান, গতকাল সোমবার রাতে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ফজলকে মারধর ও নার্সদের সঙ্গে খারাপ আচরণ করেন এএসআই মোশরাফিকুর রহমানসহ কয়েকজন কনস্টেবল।
পরে রাতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে ডিবি পুলিশের বিচার দাবিতে নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। মঙ্গলবার সকালে অভিযুক্ত ডিবি পুলিশের এএসআই মোশরাফিকুর রহমান ও দুই কনেস্টবলকে প্রত্যাহারের নির্দেশ দেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আবদুস ছালাম জানান, ডিবি পুলিশের এক এএসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করার পর হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ তুলে নিলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে