মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৯:১৬

গাজীপুরে অপহৃত সহপাঠী কলেজ ছাত্র উদ্ধার, আটক ৬

গাজীপুরে অপহৃত সহপাঠী কলেজ ছাত্র উদ্ধার, আটক ৬

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অপহৃত সহপাঠী রিশাত খান (২২) ও পারভেজ খান (২২) নামে দুই কলেজ ছাত্রকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের সহপাঠী ও অপহরণকারী ছয়জনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া রিশাত খান ময়মনসিংহের গফরগাঁও থানাধীন পুরাদিয়াটেক এলাকার ইসমাইল খানের ছেলে এবং পারভেজ খান একই এলাকার সেলিম খানের ছেলে।
তারা উভয়েই গাজীপুর মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) টেলিকমিউনিকেশনের ছাত্র।
এঘটনায় আটককৃতরা হলো- উদ্ধারকৃতদের সহপাঠী মেহেদী হাসান রাজিব (২০), শফিকুল ইসলাম মুন্না (২২), শাহাদাৎ হোসেন সৈকত (২৫), আনম ফয়সাল হোসেন (২১), কাউসার হোসেন (২৩) ও আসাদ (২২)।
গাজীপুর ডিবি পুলিশের ওসি মোঃ আমির হোসেন জানান, মুন্না, রাজিব ও নাইমের সঙ্গে সোমবার দুপুর ২ টার দিকে পারভেজ ও রিশাত খান গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে খেলা দেখতে যায়। খেলা দেখার একপর্যায়ে কথা আছে বলে রিশাত ও পারভেজকে ওই তিনজন পার্শ্ববর্তী গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে অপর অপহরণকারীরা তাদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে জোড়পূর্বক গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় নিয়ে যায় এবং আবারো তাদেরকে মারধর করে।
পরে অপহৃতদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি পারভেজের স্বজনরা গাজীপুর ডিবি পুলিশকে অবহিত করে এবং ডিবি পুলিশের সহায়তায় অপহরণকারীদের কথামত ২ লাখ টাকা নিয়ে বাঙ্গালগাছ এলাকায় যায়। পরে রাত ১০টার দিকে টাকা লেনদেনের সময় অপরহণকারীদের  আটক করে ডিবি পুলিশ। এসময় অপহৃত পারভেজ ও রিশাতকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অপহরণকারী দলের বাকী সদস্যদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে