জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম নষ্ট ও হেয় করার অভিযোগে ডেইলী স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। মামলায় ৫ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেছেন। বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলাটি দায়ের করেন গাজীপুর জজ কোর্টের আইনজীবি এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান।
বাদি এজাহারে উল্লেখ করেন, রাজনৈতিক, সামাজিক ও ব্যাক্তিগতসহ সামগ্রিকভাবে হেয় করার উদ্দেশ্যে গত এক/এগার সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও জাতির জনকের কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছিলেন। তা তিনি গত ৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের ‘গণতন্ত্র ও গণমাধ্যম মতিগতি শীর্ষক’ টক শো-তে অংশ নিয়ে স্বীকার করেছেন। কটুক্তি ও মিথ্যা সংবাদ পরিবেশন করে সমগ্র বাঙ্গালী জাতির উপর চরম অবজ্ঞা এবং প্রধানমন্ত্রীর মান সম্মানে আঘাত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্থিতিশীল করেছে। এতে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার সম্মান ক্ষুন্ন হয়েছে।
বাদী আমানত হোসেন খান জানান, গত ৯ ফেব্রুয়ারি গাজীপুর জেলা আইনজীবি সমিতি ভবনে দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে টক শো’র ওই খবর জানতে পারেন। পরে তিনি বুধবার মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন এবং আসামীকে আগামী ২ জুন তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস