রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৬:৫৬

কাপাসিয়ায় ১১ দিনব্যাপি অমর একুশে বই মেলা শুরু

কাপাসিয়ায় ১১ দিনব্যাপি অমর একুশে বই মেলা শুরু

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার এর উদ্যোগে আওয়ালীগের প্রয়াত নেতা খালেদ খুররম সাহেবের বাড়ির আঙ্গিনায়  ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ১১ দিনব্যাপি একুশে বইমেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি মেলার শুভ উদ্বোধণ করেন।  

একুশে বই মেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত তাজুল মোহাম্মদ, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আইনউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ।

এ মেলায় ২৫ ফেব্রুয়ারি  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ বই মেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ  প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ৩২টি স্টল মেলায় অংশ গ্রহন করে, প্রতিটি স্টলেই তাজউদ্দীন আহমদ’কে নিয়ে লেখা বই পাঠকদের আকৃষ্ট করেছে। হাইলজোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা  সিমিন হোসেন রিমি।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে