রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৭:০৯

‘হাসিনার জেল-জুলুম সইতে না পেরে বাবা মারা গেছেন’

‘হাসিনার জেল-জুলুম সইতে না পেরে বাবা মারা গেছেন’

এমটিনিউজ২৪ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানকে খুনি হাসিনা মিথ্যা মামলায় বার বার কারাগারে নিক্ষেপ করেছে। জেল-জুলুমের কারণে নির্যাতন সইতে না পেরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে অভিযোগ করেছেন অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুররল করিম রনি।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গী বাজার এলাকায় পুরাতন লৌহ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

এম মঞ্জুররল করিম রনি তার বাবা গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের কথা স্মরণ করে বলেন, ‘খুনি হাসিনার মিথ্যা মামলায় বারংবার নির্বাচিত এ জন প্রতিনিধিকে কারাগারের নিক্ষেপ করা হয়েছে।

সমসাময়িক প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। এ দেশে সাম্প্রদায়িক সংঘাত লাগাতে উঠেপড়ে লেগেছে পতিত হাসিনা ও তার কথিত সাংবাদিক নামক এক দল মলম পার্টি। খুনি হাসিনার আমলে কোনো মাওলানা দাঁড়ি টুপি রেখে স্বাচ্ছন্দ্যে চলতে পারতেন না।

দাঁড়ি টুপি দেখলেই জামায়াত-শিবির তকমা দেওয়া হত। আলেমদের বেইজ্জতি করা হত। ওয়াজ মাহফিলে বাধা দিত। তারা ইসলামের দুশমন হিসেবে ইতিমধ্যেই দেশে পরিচয় পেয়েছে।

পতিত হাসিনা ও তার অনুসারীরা এদেশে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় উল্লেখ করে রনি বলেন, ‘কোনোভাবেই গুজবে কান দেওয়া যাবে না। চোখ-কান খোলা রাখতে হবে আপনাদের। পতিত হাসিনার দোসররা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য সবার সজাগ থাকতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে