বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫:৫৭

ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো ৩ জন

ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো ৩ জন

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছালেহা আক্তার (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো তিন জন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফাহাদ বলেন, ‘‘গতকাল রাতে ৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে এক জন নারী, তিন জন পুরুষ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’’

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহেদুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে