বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩৬:৪৭

দুই জনের প্রেম এক মেয়ের সঙ্গে, তারপর ঘটলো মর্মান্তিক ঘটনা

দুই জনের প্রেম এক মেয়ের সঙ্গে, তারপর ঘটলো মর্মান্তিক ঘটনা

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই তরুণের নাম মো. সৈকত (১৯)।

পুলিশ বলছে, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন হয়েছেন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার নাম জানায়নি পুলিশ।

মঙ্গলবার রাত ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টস এর পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল।

নিহত মো. সৈকত বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।

নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, গত কয়েকমাস আগে সে চাকরি নেয়। মঙ্গলবার রাত ৮ টার দিকে কারখানা থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে তার রুমমেট শাহানূর ফোন করে জানায় সৈকত ফোন রিসিভ করছে না। এরপর আমি বেশ কয়েকবার তাকে ফোন করলেও ফোন রিসিভ করেনি সে। সাড়ে ১০ টার পর রাস্তার পাশে তার লাশ পড়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাতিজার রক্তাক্ত লাশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিক সৈকতকে খুন করেছে। আমরা সাবেক প্রেমিককে গ্রেফতারের চেষ্টা করছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার পরিচয় দিতে অস্বীকৃতি জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে