বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০২:১২

‌'শিক্ষিত ও কর্মক্ষম মা-ই পারে সমাজ, দেশ ও জাতিকে উন্নত করতে'

‌'শিক্ষিত ও কর্মক্ষম মা-ই পারে সমাজ, দেশ ও জাতিকে উন্নত করতে'

জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের আরো অবদান রাখতে হবে। নারী উদ্যোক্তা ও নারী কর্মীর হাত শক্তিশালী হলের জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা অসম্ভব কিছু না। নারীরা শুধু উদ্যোক্তা নন, এক একজন মা। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্বও আপনাদের। তাই আপনারা সন্তানদের শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করুন। একজন শিক্ষিত ও কর্মক্ষম মা-ই পারে সমাজ, দেশ ও জাতির উন্নত করতে।

বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেরার সফিপুর ভিডিপি একাডেমীর এলাহী ভবন অডিটরিয়ামে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা সমাবেশ-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।  

গর্ভনর আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ জোর কদমে এগিয়ে চলেছে। দেশের অর্থনীতি আজ বিশ্বের কাছে ঈর্ষণীয়। কারো কারো কাছে ‘রোল মডেল’। বিশ্ববাসী অবাক বিস্ময়ে আমাদের অগ্র যাত্রা পর্যবেক্ষণ করছে। আজ আমরা বিশ্বের এক নম্বর আশাবাদী জাতি। আর এই কৃতিত্বের সবচেয়ে বড় দাবীদার আমাদের নারী উদ্যোক্তা, কর্মী ও নেতৃত্ব। তাদের ক্ষমতায়ন আমাদের সুষম উন্নয়নে নয়া গতি এনেছে। তাদের অংশ গ্রহনে সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে নয়া যাত্রা যোগ হয়েছে। তবে এতেই আত্মতুষ্টির অবকাশ নেই।

তিনি বলেন, পল্লী ভিত্তিক স্বদেশী উন্নয়ন কৌশলের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের সার্বিক অবস্তার উন্নয়নে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক অন্তর্ভক্তিমূলক ও পরিবেশ বান্ধব মানবিক ব্যাংকিং কর্মকান্ড এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরীর অর্থায়নে উৎসাহিত করে আসছে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মত একটি বিশেষায়িত ব্যাংক আমাদের কর্মকান্ডে শামিল হয়েছে। এছাড়া ব্যাংটি প্রতিষ্ঠার পর থেকে দুই দশক ধরে দেশের প্রান্তিক ও হতদরিদ্র্য আনসার-ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এভাবে তারা গ্রামীণ দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

গর্ভনর আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তা উন্ন্য়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ কারণেই ২০০৯ সালে ব্যাংকিং খাতে যেখানে মাইক্রো, ক্ষুদ্র বা এমএসএমই ঋণ ছিল মোট ঋণের ১৯ শতাংশ, যা বর্তমানে ২৪ শতাংশে উন্নীত হয়েছে। গেল ২০১৫ সালে সাত লাখ পচিশ হাজার উদ্যোক্তার মাঝে বিতরণকৃত এমএসএমই ঋণ ১,১৫,৮৭০ কোটি টাকার ৫২ শতাংশই গেছে সাড়ে ছয় লাখ ক্ষুদ্র উদ্যোক্তার হাতে। এ ঋণের মধ্যে দেড় লাখের বেশী নারী উদ্যোক্তা পেয়েছেন ৪ হাজার ২২৭ কোটি টাকা এবং সোয়া এক লাখ নতুন উদ্যোক্তা পেয়েছেন সাড়ে বিশ হাজার কোটি টাকার বেশী ঋণ।

 বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির এলাহি ভবন অডিটোরিয়ামে সারাদেশ থেকে আগত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান, পর্ষদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জসীম উদ্দিন, আনসার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুরুল আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মুঈন উদ্দিন, ঋণ গ্রহীতা হনুফা বেগম, পারভিন ইসলাম, সাখিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ১১০ জন সফল নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে সফল নারী উদ্দ্যোক্তা ও এ্সএ গেমস এস পদক প্রাপ্তদের পুরস্কার প্রদান করা হয়।  
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে