বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২০:২৩

কালিয়াকৈরে কারখানার ড্রেনের ওয়াল ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু, আহত ১০

 কালিয়াকৈরে কারখানার ড্রেনের ওয়াল ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু, আহত ১০

জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড কারখানায় ড্রেন পরিস্কার করতে গিয়ে ওয়াল ভেঙ্গে আহত এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুনামগঞ্জের গড়াই থানার ডাইয়ারগঞ্জ এলাকার সুভৎ চন্দ্রের ছেলে সন্তুষ চন্দ্র(২৬) ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে বুধবার রাতে মারা যায়। হাসপাতাল থেকে রাতেই নিহত ওই শ্রমিককে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ইকোটেক্স লিমিটেড কারখানার সহকারী মানব সম্পদ কর্মকর্তা মোঃ সোহেল রানা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

কারখানার সুত্রে জানা যায়, ইকোটেক্স কারখানার ভিতর দিয়ে ৩০ ফুট প্রশস্থ একটি পানি নিষ্কাশন ড্রেন রয়েছে। যে ড্রেন দিয়ে চন্দ্রা, কালামপুরসহ আশপাশে তিন গ্রামের পানি নিষ্কাশিত হয়ে সফিপুর বাজার হয়ে মকশ বিলের উপর দিয়ে তুরাগ নদীতে মিশে। কারখানা কর্তৃপক্ষ কারখানার অভ্যন্তরে ওই ড্রেনটি তিনটি ওয়াল তৈরি করে দুইটি নালার মতে করে পানি প্রবাহের ব্যবস্থা করেছেন। পর্যায় করে একটি বন্ধ করে অপরটি চালু রেখে সপ্তাহে অন্তঃত একবার পরিস্কার করে। যাতে পানি প্রবাহে বাধার সৃষ্টি না হয়। এরই ধারা বাহিকতায় বুধবার কারখানার ২০ জন শ্রমিক ওই ড্রেনের একটি লাইন বন্ধ করে পরিষ্কার করতে থাকে। এক পর্যায়ে ড্রেনের মাঝের ওয়াল ভেঙ্গে শ্রমিকদের উপরে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইলের কালিহাতি থানার বলবপুর গ্রামের জীবন সরকারের ছেলে রজব আলী(২৫),সুনামগঞ্জের গড়াই থানার ডাইয়ারগঞ্জ এলাকার সুভৎ চন্দ্রের ছেলে সন্তুষ চন্দ্র(২৬) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ সাহাবাজপুর এলাকার বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম(২৪)কে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সন্তুষ চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।
ইকোটেক্স কারখানার প্রজেক্ট ম্যানেজার মোঃ তাসমিরুল আলম জানান, আহতদের মধ্যে একজন মারা গেছে। তবে নাম নিশ্চিত করে বলতে পারেননি। তবে, লাশ গ্রামের বাড়ীতে নেয়ার জন্য কারখানার পক্ষ থেকে খরচ বহন করা হয়েছে।      
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/ এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে