জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ইসলামপুরে উষাণ গার্মেন্টসে ডাকাতি করে পালানোর সময় গোয়েন্দা পুলিশের গুলিতে চার ডাকাত আহত হয়েছে।তাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকৃতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
আটকৃতরা হলো পাবনার অস্টমিমজল গ্রামের সুলতান(৪২), দিনাজপুর জেলার যোগেন্দ্রপুর গ্রামের হামিদুল(৪০), ভূয়াপুর জেলার হোসেনপুর গ্রামের আব্দুল ছালাম(২৫) ও টাঙ্গাইল জেলার পাকুরধা গ্রামের মামুন(৩০)।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, গত রাত পৌনে ৪ টার দিকে কড্ডা এলাকার (ইসলামপুর) উষান গার্মেন্টসে ডাকাতি করে ট্রাক বোঝাই সুতা নিয়ে পালানোর সময় ডিবি পুলিশ গুলি চালায়। এসময় ৪ ডাকাত আহত হয়। আহত অবস্থায় তাদের আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সাথে থাকা অন্য ডাকাতরা সুতা বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস