জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পৃথক ৪টি স্থানে অগ্নিকান্ডের ঘটনায় দু’টি স'মিল, ষ্টেশনারী দোকান, কভার্ড ভ্যান ও ঝুটের গুদাম পুড়ে গেছে।
গতরাত দেড়টা থেকে আজ সকাল ৬টার মধ্যে টঙ্গীতে দুইটি স মিল, শ্রীপুরে স্টেশনারী মালামালের গুদাম, সিটি করপোরেশনের টেকনগপাড়ায় কভার্ডভ্যান এবং সফিপুরে ঝুটের গুদামে এসব অগ্নিকান্ড ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, আজ ভোর পৌণে ৬টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁ পাড়া রোড এলাকায় ফারুক মিয়ার আমেনা ও জহিরুল ইসলামের তামান্না স মিল এবং গুদামে আগুন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে তাদের দুইটি ইউনিট পৌঁছে প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ওই দুইটি স মিল ছাড়াও সেখানে গুদামে থাকা কাঠ ও গাছের গুড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ চলছিল।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মোরশেদুল ইসাম জানান, গতরাত দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে মাওনা চৌরাস্তা এলাকার নূর পেপার হাউসের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামের মালামাল পুড়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আজ ভোর ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টেক নগরপাড়া এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে কাগজের রোল ভর্তি বড় কভার্ড ভ্যানে পড়ে তাতে আগুন লেগে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে কভার ভ্যান ও ভানের ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, স্থানীয় মাল্টি প্লাস ইন্ডাস্ট্রিজ নামের কারখানার কভার ভ্যানটি কারখানায় যাওয়ার পথে টেক নগর পাড়া এলাকায় ভ্যানের সাথে বৈদ্যুতিক লাইনের তার আটকে ছিঁড়ে যায় এবং স্পর্কিং হয়ে ভ্যানে আগুন ধরে যায়। এসময় গাড়ির চালক ও তার সহকারি গাড়ি থেকে নামতে গেয়ে তড়িতাহত হলেও তা মারাত্মক নয়। আগুনে প্রায় ১০লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
এছাড়া কালিয়াকৈর উপজেলার সফিপুরের বালিরটেক এলাকায় রাত ২টার দিকে কে বা কারা উন্মুক্ত জুটের গুদামে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেনের দুইটি ইউনিটের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান বলে জানান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল। আগুনে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা তার।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস