রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪০:০৭

'৪৫ হাজার আইটি এবং আইটিএস গ্র্যাজোয়েটদের প্রশিক্ষণ দেয়া হবে'

 '৪৫ হাজার আইটি এবং আইটিএস গ্র্যাজোয়েটদের প্রশিক্ষণ দেয়া হবে'

জাহাঙ্গীর আলম,গাজীপুর থেকে প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ৭ বছর আগে আইসিটি ইক্সপোর্ট ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার ৩শত মিলিয়ন ডলারেরও বেশি। সরকারের পরিকল্পনা হচ্ছে আমরা ৫ বিলিয়ন ডলার আইসিটি ইক্সপোর্ট করবো। সেটা হাডওয়ার, সফটওয়ার ও সার্ভিস সেক্টর থেকে। এ লক্ষ্যে ২০২৪ সাল পর্যন্ত আইটি এবং আইসিটি সেক্টরে ট্যাক্স সর্ম্পুণ মওকুফ করা হয়েছে।

মন্ত্রী রোববার দুপুরে সকালে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে প্রথমবারের মতো প্রযুক্তি পণ্য উৎপাদনে সামিট গ্রুপ ও শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তিতে ৪৫ হাজার আইটি এবং আইটিএস গ্র্যাজোয়েটদের প্রশিক্ষণ দেয়া হবে। একটি স্কিল্ট,ইকোইফট এবং ডিজিটাল রেডি একটি জেনারেশন তৈরি করার জন্য এ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে আইটি সেক্টরে কোন সার্ভিস কর্মী সংকটের সৃষ্টি না হয়।  
কালিয়াকৈর হাইটেক পার্কে প্রথমবারের মতো প্রযুক্তি পন্য উৎপাদন শুরু উপলক্ষ্যে রোববার দুপুরে হাইটেক পার্কে সামিট টেকনোপোলিস লিমিটেডের সিগনেচার বিল্ডিং ও মেনোফেকচারিং বিল্ডিং এর গ্রাউন্ড ব্রেকিং  করা হয়।  
এসময় সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, শ্রীলংকার ই ডব্লিউ আই এস কলম্বোর সিইও সানজিওয়া এ. উইকরামানায়েকেসহ হাইটেক পার্কের  উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৩২ একর ভূমির মূল পার্কটির ২ নং ব্লকে ৬২ একর ও ৫ নং ব্লকের ২৯ একর জায়গায় সামিট টেকনোপোলিস লিমিটেডের সিগনেচার বিল্ডিং ও মেনোফেকচারিং বিল্ডিং এর নির্মাণ কাজ শুরুর মধ্যে দিয়ে পার্কটির যাত্রা শুরু হলো। ব্লক দুটিতে এই ডেভেলপার প্রতিষ্ঠানটি ২০৭.৫৯ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে।
কালিয়াকৈর হাইটেক পার্কটি নির্মাণ কাজ সম্পন্ন হলে আগামী ১০ বছরে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলেও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ওই অনুষ্ঠানে জানিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে