রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৬:৩৪

বাউবি’র বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষার ফল প্রকাশ

বাউবি’র  বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীর আলম,গাজীপুর থেকে প্রতিনিধি: বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৪ইং এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৭৫ দশমিক ৬ শতাংশ।

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৫৯৫ জন এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯৭৪ জন। উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮৪৫  এবং পাশের হার ৭৩ দশমিক ১৫ শতাংশ। মহিলা শিক্ষার্থী ১৭ হাজার ১২৯ এবং পাশের হার ৭৭ দশমিক ১৬ শতাংশ। একই সঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টারের ২ লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে। এ পরীক্ষার ফল বাউবি’র সকল আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল http://bou.ac.bd এবং সিমেস্টারভিত্তিক ফলাফল http://     exam.bou.edu.bd  পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 10023810001)  লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।

রবিবার বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক  মোঃ আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে