মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেঘনা ইকোনোমি জোন, ছোট শিলমান্দি ইকোনোমি জোন ও বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকায় অবস্থিত আমান ইকোনোমি জোনের উদ্বোধন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা’র) গভর্ণিং বডির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তিনি সোনারগাঁয়ের ৩টি সহ দেশের মোট ১০টি ইকোনোমি জোনের উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ইকোনোমি জোনে দেশের শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করতে হবে। তাছাড়া প্রতিটি জোনে মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। যাতে পুরুষের পাশাপাশি নারীরাও শিল্পায়নে অংশীদার হতে পারে। যারা জমি দিয়ে ইকোনোমি জোন প্রতিষ্ঠায় সহায়তা করেছেন তাদের ও তাদের ছেলে মেয়েদের শিল্প প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। প্রতিটি জোন হতে হবে পরিবেশ বান্ধব। এ সময় প্রধানমন্ত্রী সারাদেশে ১’শটি ইকোনোমি জোন স্থাপনের ঘোষনা দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এ সময় অন্য অতিথিদের উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, স্থানীয় সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাঁ, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস