বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ০১:৫৭:৩২

গাজীপুর-৬ নতুন আসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়

গাজীপুর-৬ নতুন আসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচন কমিশনের খসড়া তালিকায় গাজীপুরে একটি নতুন আসনের জন্ম হতে যাচ্ছে। গাজীপুর-২ ও গাজীপুর-৫ থেকে কিছু অংশ সংযুক্ত করে সৃষ্টি হচ্ছে গাজীপুর -৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসন। নতুন এই আসনে পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এই প্রতিক্রিয়ায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ।

জানা গেছে, গাজীপুর-২ আসনটি ছিল সদর ও টঙ্গী নিয়ে। নতুন খসড়ায় টঙ্গী আলাদা আসন হয়েছে। টঙ্গীর সঙ্গে গাছা ও পূবাইল থানা যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে গাজীপুর-৬ আসন। আগে গাছা থানা ছিল গাজীপুর-২ ও পূবাইল থানা ছিল গাজীপুর-৫ আসনে।

দুই আসনের দুই থানা নিয়ে টঙ্গী হয়ে গেল স্বতন্ত্র আসন গাজীপুর-৬। ফলে রাজনৈতিক সমীকরণে চলছে নতুন মেরুকরণ। টঙ্গী সঙ্গে থাকায় আগে যারা গাজীপুর-২ আসনে টঙ্গী থেকে প্রার্থী ছিলেন এখন তারা গাজীপুর-২ আসনে নেই। টঙ্গী ও গাজীপুর সদরের সঙ্গে বাড়িয়া ইউনিয়ন ছিল না।

এখন গাজীপুর-৫ থেকে বাড়িয়া ইউনিয়ন যুক্ত হয়েছে গাজীপুর-২ আসনে। গাজীপুর-৫ আসনের বাড়িয়া ও পূবাইল এখন গাজীপুর-২ ও নতুন গাজীপুর-৬ আসনে। ফলে গাজীপুর-২ গাজীপুর-৫ ও গাজীপুর-৬ আসনে শুরু হয়েছে নতুন সমীকরণ।

এদিকে গাজীপুর-২ আসনে টঙ্গী সদর থেকে বিচ্ছিন্ন হয়ে গাজীপুর-৬ হয়ে গেছে আর গাজীপুর-২ থেকে গাজীপুর-১ আসনে চলে গেছে কোনাবাড়ি ও কাশিমপুর।

এই অবস্থায় গাজীপুরে নতুন আসন গাজীপুর-৬ এ রাজনীতির নতুন সমীকরণ শুরু হয়েছে।

এই আসনে বিএনপির আগের প্রার্থী অনেকেই গাজীপুর-২ এ চলে যাওয়ায় নতুন প্রার্থীর জন্ম হচ্ছে। নতুন এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের নাম আসছে। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরাফত হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফ হাওলাদার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে