জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৮টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭টি ও সাধারণ সদস্য পদে ২৫২টি মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। আগামী ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে বুধবার বিকেল ৫টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আবু বকর মিয়া (আওয়ামী লীগ), মো. সিরাজ উদ্দিন (বিএনপি), স্বতন্ত্র মাহমুদুল হক ও মাসুদ পারভেজ। জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে গাজী সারোয়ার হোসেন (আওয়ামী লীগ), নেছার আহম্মেদ নুহু (বিএনপি) ও স্বতন্ত্র রাশিদুল ইসলাম খান। জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ (বিএনপি), মো. মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার (আওয়ামী লীগ) ও স্বতন্ত্র মো. খাইরুল আলম, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পদে এস.এম আলী আহমেদ (আওয়ামী লীগ), মো. আঃ রহিম সরকার (বিএনপি), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মো. সিরাজ মিয়া, সাবেক চেয়ারম্যান মো. আঃ কাদির মিয়া, হরিপদ চন্দ্র নাগ, মো. সা. ই মাসুদ ও মাহবুব মোল্লা, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মু. আতিকুর রহমান আকন্দ ফারুক (আওয়ামী লীগ), মো. রফিজুল ইসলাম দর্জি (বিএনপি), স্বতন্ত্র মাওলানা জাকির হোসেন, বাহাদুরসাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন (বিএনপি), সাবেক চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মো. জামান খন্দকার (জাতীয় পর্টি) ও স্বতন্ত্র মো. মোস্তফা কামাল, মোক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরন (আওয়ামী লীগ), মো. রফিকুল ইসলাম পালোয়ান (বিএনপি), স্বতন্ত্র আঃ ছালাম প্রধান ও কবির হোসেন মান্নান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ ছাড়াও তুমলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য ৩৯জন, নাগরী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন ও সাধারণ সদস্য ৪৮জন, বক্তারপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য ৩১জন, জাংগালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন ও সাধারণ সদস্য ৩২জন, মোক্তারপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য ২৭জন, বাহাদুরসাদী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে ১৩জন ও সাধারণ সদস্য ৪১জন। জামালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য ৩৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ উপজেলার ৭টি ইউনিয়নে মোট সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে ৬৭জন ও সাধারণ সদস্য ২৫২জন প্রার্থী ৩১ মার্চ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য তাদের মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল আলম, দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উল্লাহ ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট জমা দান করেন।
২ মার্চ ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস