শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৪:০৬

কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা সেই সন্ত্রাসীর বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা

কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা সেই সন্ত্রাসীর বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে এক সন্ত্রাসীর বিরুদ্ধে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর রাতে বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা অভিযুক্ত সন্ত্রাসীর বাড়ি ঘেরাও করেন। একপর্যায়ে তারা তাকে গ্রেফতারের দাবিতে মিছিল করেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. জহিরুল ইসলাম লিটন (৪৭), বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ত্রাসী লিটন মাঝে মাঝে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। শুক্রবার রাতে তিনি হঠাৎ বরামা চৌরাস্তা এলাকায় এসে পরপর চার রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। এরপর উত্তেজিত ব্যবসায়ী ও স্থানীয় জনতা তার বাড়ি ঘেরাও করেন। পরে জনতা ধাওয়া করলে তিনি পালিয়ে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, লিটনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ফাঁকা গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও অভিযুক্ত লিটনকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীরা বরামা চৌরাস্তার তিনটি স্থানে ফাঁকা গুলির কথা বললেও তল্লাশি করে কোনো গুলির খোসা বা আলামত পাওয়া যায়নি। তবে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে