বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৬:৫৬:১১

কালিয়াকৈরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিয়াকৈরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার দুপুরে পরিচালিত হয়। এসময় বন বিভাগের সিএস ১৯৫ দাগের ৫০ শতাংশ জমিতে ১৫/১৬ টি নির্মাণাধীন ঘর উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে বন বিভাগ সুত্র জানায়।
কালিয়াকৈর বন রেঞ্জের চন্দ্রা বন বিট কর্মকর্তা মীর বজলুর রহমান জানান, কালিয়াকৈর রেঞ্জের চান্দরা মৌজাস্থিত সিএস ১৯৫ নম্বর দাগের গত ১ সপ্তাহের মধ্যে ১৫/১৬টি অবৈধ স্থাপনা তৈরি করতে থাকে। খবর পেয়ে ঢাকা বন বিভাগে সহকারী বন সংরক্ষক মোঃ আবু ছালেক প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ জমির অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এসময় কালিয়াকৈর বন রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব হোসেন, কাচিঘাটা বন রেঞ্জ কর্মকর্তা একে এম মহি উদ্দিন আহমেদ, রাজেন্দ্রপুর বন রেঞ্জ কর্মকর্তা কাজী মাইনুর রহমান,মৌচাক বন বিট কর্মকর্তা মোঃ আহাদ আলী, চন্দ্রা বন বিট মীর বজলুর রহমান,সোনাতলা বন বিট কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ এবং দুই শতাধিক বন কর্মকর্তা/কর্মচারীসহ কালিয়াকৈর থানা পুলিশ উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত,কালিয়াকৈর রেঞ্জ অফিস থেকে মাত্র ৫ গজ দুরে বনের জমি জবর দখল করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ইকবালের মসজিদ নির্মাণ কাজ গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উদ্বোধন করার পর থেকে আশপাশে এক মাসের মধ্যে অর্ধশতাধিক অবৈধ দখল করে ঘর বাড়ি তৈরির হিড়িক পড়ে। খবর পেয়ে বন কর্মকর্তারা অবৈধ স্থাপনা বন্ধের চেষ্টা করলে স্থানীয় পুলিশ অসযোগিতা করলে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার বিপুল পরিমাণ বন কর্মকর্তা কর্মচারী নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে এ উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও ঢাকা বন বিভাগে সহকারী বন সংরক্ষক মোঃ আবু ছালেক প্রধান জানান।  
৩ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে