বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৮:১৪:০৫

আমরণ অনশনে যাচ্ছেন ৪০ হাজার ইলেক্ট্রিশিয়ান

আমরণ অনশনে যাচ্ছেন ৪০ হাজার ইলেক্ট্রিশিয়ান

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক নোটিশে ৪০ হাজার প্রশিক্ষিত ইলেক্ট্রিশিয়ানের তালিকা বাতিল করার প্রতিবাদে আমরণ অনশনে যাচ্ছেন সারাদেশের ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার ইলেক্ট্রিশিয়ান। এব্যাপারে পল্লী বিদ্যুতায়ন বোর্ড হাইকোর্টের রায় অমান্য করেছেন বলে দাবী করেছেন ইলেক্ট্রিশিয়ানরা।

পল্লী বিদ্যুত সমিতির ইলেক্ট্রিশিয়ানদের সংগঠন বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ইউনিয়ন আজ বিকালে গাজীপুরের বোর্ড বাজারে একটি কমিউনিটি সেন্টারে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠনতন্ত্রের সম্প্রতি বাতিল করা হয়। ফলে একদিকে যেমন ৪০ হাজার প্রশিক্ষিত বিদ্যুৎ কর্মী বেকার হয়েছে একই সাথে বিদ্যুৎ বিভাগে অদক্ষতা, অপচয়, দূর্নীতি বৃদ্ধি পাবে। আগামী ১৫দিনের মধ্যে বাতিলকৃত আর্টিকেল ১৯ পূনর্বহাল করা না হলে আমরন অনশন, আরইবি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংগঠনের আহ্বায়ক আফজাল হোসেন বিপ্লবের সভাপতিত্ত্ব অনুষ্ঠিত সভায় আরিফুর রহমান, বিল্লাল হোসেন, রঞ্জিত মল্লিকসহ অনেকেই বক্তব্য দেন। সভায় ৭৮ পল্লী বিদ্যুৎ সমিতির নেতৃবৃন্দ যোগদান করেন।
৩ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে