শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১০:৪২:৩৮

গাজীপুরে রির্সোটে ডাকাতি, আহত ৫

গাজীপুরে রির্সোটে ডাকাতি, আহত ৫

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রির্সোটে বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনায় ঘটেছে। এসময় ডাকাতরা হামলা চালিয়ে বিআরটিএ এর দুই কর্মকর্তাসহ ৫ জনকে মারধোর করে নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে গেছে।

ওই রির্সোটের অতিথি ওয়াকিব হোসেন জানায়, শুক্রবার আমাদের পিকনিক করার কথা ছিল। এজন্য আগের রাত বৃহস্পতিবার আমরা ১৫ জনের মতো রাজেন্দ্রপুর ইকো রির্সোটে রাত্রিযাপন করতে অবস্থান করি। রাত আড়াইটার দিকে ৪০-৫০ জনের একদল ডাকাত দেশী অস্ত্রসহ রির্সোটে হানা দেয়। পরে ডাকাতরা ৪-৫জন করে প্রতিটি কটেজে ছড়িয়ে যায় এবং কয়েকজনকে মারধোর করে নগর টাকা ও কয়েকটি মোবাইল লুট করে পালিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় উত্তরা বিআরটিএ এর কর্মকর্তা মো. আশরাফুজ্জামান (৫৫), তার গাড়ী চালক নূরুল ইসলাম (৫০), গাজীপুরের বিআরটিএ এর ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন (৫২) ও রির্সোটের স্টাফ ইসমাইল হোসেন আহত হয়। একজনের নাম জানা যায়নি। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মো. আশরাফুজ্জামানকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে পাঠানো  হয়েছে।

জয়দেবপুর থানাধিন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক জানান, রাত আড়াইটার দিকে ২৫-৩০ জন ডাকাত ওই রির্সোটে হানা দেয়। পরে কয়েক জনকে মারধোর করে ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল লুট করে নিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে