শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০২:৫৪:০২

১ কোটি ৮৩ লাখ টাকা লুট, আটক ২

১ কোটি ৮৩ লাখ টাকা লুট, আটক ২

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর থানার হরিনাঘাট এলাকায় ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা রাখার সময় ১ কোটি ৮৩ লাখ টাকা লুটের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার সকালে ঐ ঘটনায় মামলা হওয়ার পর দুই জনকে আটক করা হলো। এদের একজনকে গাজীপুরের বোর্ড বাজার এবং আরেক জনকে কালিয়াকৈর থেকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ঘটনার পর পরই ডাকাতি হওয়া দুটি ট্রাংক খালি অবস্থায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই ট্রাংক দুটি উদ্ধার করে গাজীপুরে নিয়ে আসে।

এদিকে ডাকাতি হওয়া টাকার প্রকৃত পরিমাণ নিয়েও রয়েছে ভিন্নমত। প্রথমে এক কোটি দুই লাখ টাকার কথা বলা হলেও এখন বলা হচ্ছে এক কোটি ৯৪ লাখ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব মিয়া বলেন, ডাকাত দলে নয়জন সদস্য ছিল। তাদের কাছে দুইটি আগ্নেয়াস্ত্র থাকলেও তারা ওই অস্ত্র ব্যবহার করেনি। সন্দেহভাজন সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি তাদের জিজ্ঞাসাবাদে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে।

গত বুধবার রাত তিনটার দিকে কালিয়াকৈর পল্লী বিদ্যুতের সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা রাখতে এলে এই ডাকাতির ঘটনা ঘটে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে