এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে দুই ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেট্রল বোমাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সন্দেহজনক হলে তিনজনকে পেট্রোল বোমা সহ আটক করে পুলিশে খবর দিলে এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ(২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫) কে পেট্রোল বোমা ও লোহার পাইপসহ আটক করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তৎপর রয়েছে।